চট্টগ্রামে ‘সমৃদ্ধ বাংলাদেশ’ মুর‌্যাল উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০১৯, ১৮:৫২

নগরীর লালদিঘীর মাঠ থেকে কোতোয়ালি থানা পর্যন্ত ‘সমৃদ্ধ বাংলাদেশ’ মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন গত শুক্রবার দুপুরে জেলা পরিষদ চত্বরে এ ফলক উন্মোচন করেন।

এ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোট্রেট, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে পার্বত্য শান্তিচুক্তি, পদ্মা সেতু, ডুব জাহান, উড়াল সেতু, কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যমুনা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল, বুলেট ট্রেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনালের চিত্র তুলে ধরা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় মেয়র বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই চট্টগ্রাম। নগরীকে দৃষ্টিনন্দন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত ৪ বছর যাবত সবুজে সাজবে চট্টগ্রাম, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ, ছাদ বাগান, রাস্তাসমূহে মিড আইল্যান্ড নির্মাণ, গোলচত্বরসমূহকে দৃষ্টিনন্দন ও সৌন্দর্য বর্ধন, এলইডি আলোকায়ন ও রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প ব্যাপকভাবে বাস্তবায়ন করে চলেছে।’

তিনি বলেন, ‘আগে কোর্ট রোডের এই সড়কটির ফুটপাত ছিল ভবঘুরেদের আড্ডাখানা ও মলমূত্র ত্যাগের স্থান।’

এতে সভাপতিত্ব করেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :