মানবিক সিংড়া গড়তে চাই: পলক

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ২০:০৩

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সিংড়ার পাঁচ লাখ জনগণই মানবিক। তারা সামাজিক, ধর্মীয় সব দায়িত্ব সঠিকভাবে পালন করলে শুধু সিংড়াকেই উন্নয়নের দিক থেকে রোল মডেলে তৈরি করব- শুধু এতটুকুই নয়, আমরা উন্নয়নের পাশাপাশি মানবিক সিংড়া গড়ে তুলব, যা সারাদেশের মানুষের কাছে অনুকরণীয় হবে।’

মানবতার দেয়ালে সবাইকে অপ্রয়োজনীয় জিনিস রেখে প্রয়োজনীয়গুলো মানবিকভাবে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

শনিবার সকাল ৯টায় উপজেলা চত্বরে মানবতার দেয়াল উদ্বোধন শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ওসি মনিরুল ইসলাম, মানবাধিকার কর্মী জুনাইদ আহমেদ সৈকত, মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)