‘ইসলামকে অপমান করেছেন নুসরাত’

প্রকাশ | ৩০ জুন ২০১৯, ১১:১৬

বিনোদন ডেস্ক

মুসলিম ধর্মের অনুসারী হয়ে সনাতন ধর্মের নিখিল জৈনকে বিয়ে করায় কলকাতার অভিনেত্রী ও ১৭তম লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হওয়া নুসরাত জাহানের উপর ক্ষেপেছেন সেখানকার ইমাম মুফতি কাসাম। তিনি মন্তব্য করেছেন, ‘নুসরাত ইসলাম ধর্মকে অপমান করেছেন।

এক্ষেত্রে ইমাম মুফতি কাসাম কোনো ফতোয়া দেননি। নুসরাতের কথা ও কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি শুধু বলেছেন, ‘ইসলাম কোনো মুসলিম নারী-পুরুষকে ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার অনুমতি দেয়নি। হিন্দু ধর্মের নিখিলকে বিয়ে করে নুসরাত সেটাই করেছেন। শুধু তাই নয়, হিন্দু ধর্মের রীতি মেনে তিনি সিঁথিতে সিঁদুরও পরেছেন।’

কাসাম আরও বলেন, ‘ইসলাম ধর্মে বন্দেমাতরম বলা যায় না। নুসরাত সেটাও বলেছেন। প্রথমদিন সংসদে গিয়ে শপথ নেয়ার পর তিনি জয় হিন্দ ও বন্দেমাতরম বলে স্লোগান দিয়েছেন। বিষয়টি ইসলামবিরোধী। এর বেশি কিছু বলতে চাই না।’

এ ব্যাপারে তৃণমূল সাংসদ নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা ও সাংসদ জিভিএল নরসিমা রাও। তিনি বলেছেন, ‘সিঁদুর বা মঙ্গলসূত্র পরা একান্তই মানুষের ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে ধর্মগুরুদের ফতোয়া দেয়া বা মাথা ঘামানোর কোনো মানে হয় না। আসলে প্রচারের আলোয় থাকতে অনেকে এসব করেন।’

প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরাতও। তিনি বলেছেন, ‘নজরে আসার জন্য কিছু মানুষ এসব করছেন। আমরা এদের এড়িয়ে যাওয়া ছাড়া আর কি করতে পারি বলুন? একজন হিন্দুকে বিয়ে করা মানে আমি মুসলিম স্বত্তা বিসর্জন দিয়েছি তা নয়। মুসলিম পরিবারে জন্মেছেন আর সেই আভিজাত্যই বজায় রেখে যাবেন আজীবন? অন্য ধর্মকে সম্মান করাতে দোষের কিছু নেই।’

গত ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন অভিনেত্রী নুসরাত জাহান। বিয়ের আসর বসেছিল তুরস্কের বোদরুম শহরে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের কয়েকজন আত্মীয়-স্বজন। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে নুসরাতে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও লোকসভায় যাদবপুর কেন্দ্র থেকে তৃণমুল কংগ্রেসের ব্যানারে বিপুল ভোটে জয়ী হওয়া অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

নুসরাত জাহানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে অতি গোপনে তিনি বিয়ে করেছিলেন ভিক্টর নামে একজনকে। চলতি বছরের জানুয়ারিতে আদালতের মাধ্যমে তার সঙ্গে নুসরাতের ডিভোর্স হয়। এ জন্য অবশ্য নায়িকাকে বড় অংকের টাকা দিতে হয় ভিক্টরকে। কারণ ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরাত। টাকার বিনিময়ে ভিক্টর তাতে সম্মতি দিয়েছিলেন।

ঢাকাটাইমস/৩০ জুন/এএইচ