ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ | ৩০ জুন ২০১৯, ১৭:২০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর একই উপজেলার চাচড়া গ্রামের ঝন্টু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণকার ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, সকালে আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ট্রাক আমিনুরকে সাজরে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)