মরিশাসে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি

মুজাহিদ মিনা,মরিশাস
 | প্রকাশিত : ৩০ জুন ২০১৯, ২২:৪৩

‘রক্ত দেই, জীবন বাঁচাই’ স্লোগানে পোর্ট লুইসস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মরিশাসে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বাগাটেল শপিংমলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার রেজিনা আহম্মেদের সভাপতিত্বে ও দূতালয় প্রধান ওহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মরিশাসের স্বাস্থ্যমন্ত্রী ডা. মোহাম্মদ আনোয়ার হুসনু। দূতাবাসের পক্ষ থেকে আগত সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান হাইকমিশনার রেজিনা আহম্মেদ।

এছাড়া মরিশাসের বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও প্রবাসী কমিউনিটির সদস্য এবং দূতাবাসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হাইকমিশনার রেজিনা আহম্মেদ মরিশাস হাইকমিশনে সফল ও দক্ষভাবে এক বছর অতিবাহিত করায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয়।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :