পদ্মা তীর রক্ষাবাঁধ

স্বপ্নপূরণ হচ্ছে চরভদ্রাসনের লাখো মানুষের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ০৮:৩০

‘নদীর একূল ভাঙে, ওকূল গড়ে- এই তো নদীর খেলা’ জনপ্রিয় এই গানটি বছরের পর বছর নদী ভাঙনের শিকার মানুষগুলোর শুধুই সান্ত¦নার বাণী। বাস্তব জীবনে ভাঙনে শেষ সম্বল হারিয়ে অসহায় মানুষগুলো নিঃস্ব হয়েছে। পদ্মার কড়াল গ্রাসে গত ৪০ বছরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের লাখো মানুষ ভিটে-বাড়ি হারিয়েছে। মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে চরভদ্রাসনের পুরো উপজেলার মানুষ।

দীর্ঘদিনের অপেক্ষার পালা এবার বুঝি শেষ হতে যাচ্ছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চরভদ্রাসনের পদ্মা নদীর তীব্র ভাঙন কবলিত এমপিডাঙ্গী, চরহাজীগঞ্জ ও চরহোসেনপুরের সাড়ে তিন কিলোমিটার নদীশাসনের কাজ শুরু করেছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে প্রাথমিক প্রটেকশনের কাজ শুরু হয়েছে। আর তাতেই আশায় বুক বেঁধেছে উপজেলাবাসী।

এমপিডাঙ্গীর জরিনা বেগম বলেন, ‘গত ১০/১২ বছরের ভাঙতে ভাঙতে এখন আমার ঘর ধরে গেছে। এবছর যদি ভাঙন ঠেকানো না যায় তয় মরে যাবো। আমার সব শেষ হয়ে যাবে। আমরা পোলাপান নিয়ে বেঁচে থাকতে চাই।’

ভাঙন রোধে সরকারি উদ্যোগকে প্রশংসা করে তিনি বলেন, ‘ভাবছিলাম এবার ভিটে-বাড়ি ভেঙে যাবে। কিন্তু যে কাজ হইতেছে তাতে আশা করতেছি রক্ষা পাবো।’

শেখ হারুন বলেন, ‘গত ৩০ বছরে ২/৩ বার ভাঙনের শিকার হয়েছি। এবার ভাঙলে আর যাওয়ার কোনো জায়গা নাই। অনেকদিন পর হলেও সরকার যে কাজের উদ্যোগ নিয়েছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তবে যে কাজ হইতেছে তা যেন সঠিকভাবে কারে তার দাবি জানাই।’

শেখ সামছুল ইসলাম বলেন, ‘মানুষের ভাঙতে ভাঙতে আর কিছু নাই। স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ঘাট সবই গেছে। গতবার ফরিদপুর জেলা শহরের সাথে যোগাযোগের রাস্তার অংশ ভেঙেছে। যদি এবার কাজ না করা হতো তবে শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতো।’

তিনি বলেন, ‘এই যে কাজ হচ্ছে তা এই উপজেলাবাসীর আন্দোলনের ফসল। উপজেলার মানুষ বারবার দাবি তোলায় স্থানীয় সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন এগিয়ে এসে এই প্রকল্পের ব্যবস্থা করেছেন।’

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু ঢাকাটাইমসকে বলেন, ‘গত কয়েক বছরের ভাঙনে ৩/৪ কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। চলমান এই কাজের ফলে এই এলাকার মানুষ তাদের ভিটেমাটি রক্ষা পাবে।’

কাজের মান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যান্য বারের তুলনায় কাজ ভালো হচ্ছে। কারণ কেন্দ্রীয়ভাবে ট্রান্সফোর্স টিম গঠন করে কাজ তদারকি করা হচ্ছে। প্রতি সাত দিন পর পর নতুন প্রকৌশলী আসছেন এবং কাজের মান পরীক্ষা নিরীক্ষা করছেন।’

চলতি সপ্তাহে কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ট্রান্সফোর্স সদস্য প্রকৌশলী শাহ মমিনুল ইসলাম মমিন ঢাকাটাইমসকে বলেন, ‘বালুর কোয়ালিটি, বালুর ওজন, ডাপিংয়ের সংখ্যা, ডাপিংয়ের স্থান এগুলো তদারকি করছি। নিজে দাঁড়িয়ে থেকে ডাপিং করাচ্ছি।’ কোনো সমস্যা মনে করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ভুল ডাপিং হয় সে বস্তা হিসেব থেকে বাদ দিয়ে দিচ্ছি। আবার কোনো বস্তার ওজনে কম পেলে তাও বাদ করে দেওয়া হচ্ছে। ফলে অনিয়মের কোনো সুযোগ নেই।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, ‘দুই বছর মেয়াদে সাতটি গ্রুপে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকসন, আমিন অ্যান্ড কোং ও খন্দকার শাহীন লি. কাজ করছে। একাজের প্রাকূল্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি ৩৭ লাখ টাকা। কাজের প্রথম পর্যায়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ডাপিং করা হবে। পরবর্তী সময়ে শুকনো মৌসুমে সিসি বল্ক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ওই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল এই বাঁধ নির্মাণ। তারই পরিপ্রেক্ষিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়। কাজটি পরিপূর্ণ বাস্তবায়ন হলে চরভদ্রাসন উপজেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

ঢাকাটাইমস/১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :