ময়মনসিংহে সাতসকালে সড়কে ঝরল তিন প্রাণ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ০৯:২২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাছবাহী একটি পিকআপ পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়েছে। এতে পিকআপটি ট্রাকের ভেতরে ঢুকে গিয়ে যানটির চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, ঢাকাগামী একটি চলন্ত ট্রাককে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ট্রাকের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই পিকআপের কেবিনে থাকা চালক, তার সহকারী ও মাছ ব্যবসায়ী নিহত হন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেছে। নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকাটাইমস/১জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :