বিমানবন্দরে গুলিসহ আটক এলডিপি মহাসচিব রেদোয়ান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ১২:২৮

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতটি গুলিসহ আটক করেছে পুলিশ। তার দাবি, অসাবধানতায় গুলি রয়ে গিয়েছিল তার কাছে। তবে পুলিশ বলছে, এটি অপরাধ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকাল সোয়া সাতটার দিকে এলডিপি নেতাকে আটক করা হয় বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম। বলেন, আটকের পর এই রাজনীতিককে হেফাজতে নেয়া হয়েছে।

কী ব্যবস্থা গ্রহণ করা হবে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা তাকে ছাড়ছি না। আগে যারা এভাবে গ্রেপ্তার হয়েছিল তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে তার (রেদোয়ান আহমেদ) বিরুদ্ধেও আমরা একই ব্যবস্থা নেব।’

সকালে বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন রেদোয়ান। এ সময় তার ব্যাগ স্ক্যান করে সাত রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে সাবেক মন্ত্রী জানিয়েছেন, ভুলক্রমে গুলিগুলো নিয়ে এসেছেন তিনি। এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

বিমানবন্দর দিয়ে কোনো ধরনের অস্ত্র বা গুলি নেয়ার সুযোগ নেই সাধারণ যাত্রীদের। লাইসেন্স করা অস্ত্র-গুলি নিতে হলে আগে ঘোষণা দিয়ে বিশেষ ব্যবস্থায় নিতে হয়।

গত ফেব্রুয়ারিতে ঢাকা থেকে উড়ে যাওয়া একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়। চট্টগ্রাম বিমানবন্দরে গুলিতে নিহত হন সন্দেহভাজন মাহাদী ওরফে মাজেদুল ওপলে পলাশ। পরে জানা যায়, তিনি খেলনা পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছিলেন।

যদিও এই ঘটনার পর বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় একাধিক যাত্রীর কাছে অস্ত্র পাওয়া গেছে।

ঢাকাটাইমস/০১জুলাই/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :