৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ১৭:০০

পরীক্ষা গ্রহণের প্রায় এক বছর পর প্রকাশিত হয়েছে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল। এতে উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৮৬২ জন।

আজ সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এই ফল প্রকাশ করে।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাস করা প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

এই বিসিএসে লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে সময় বেশি লাগার কারণ জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন,এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফল দিতে সময় বেশি লেগেছে।

মৌখিক পরীক্ষা ২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আর গত বছরের ১৩ আগস্ট শেষ হয় লিখিত পরীক্ষা।

(ঢাকাটাইমস/০১জুলাই/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :