জঙ্গি আস্তানায় ব্যবহৃত একে-২২ রাইফেল উদ্ধার

প্রকাশ | ০১ জুলাই ২০১৯, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জঙ্গি আস্তানায় বিভিন্ন সময় ব্যবহৃত অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গভীর রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকায় হাত বদলের সময় এই অস্ত্র উদ্ধার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাঈদুল ইসলাম ও কামাল হোসেন। তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে গ্রেপ্তার দুই যুবকের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম ঢাকাটাইমসকে বলেন, ‘গ্রেপ্তার দুজন অস্ত্র ব্যবসায়ী। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের দুই দিনের রিমান্ড পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র তারা কী কাজে সংগ্রহ করেছিল সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

‘ঘটনাস্থলে অস্ত্রের হাতবদলের জন্য ছয়জন উপস্থিত হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।’

পুলিশের এই কর্মকতা আরও বলেন, ‘উদ্ধার হওয়া একই মডেলের রাইফেল গুলশানের হলি আর্টিসান, নারায়ণগঞ্জে তামিম আহমেদ চৌধুরী জঙ্গি আস্তানায় ও বগুড়ার একটি আস্তানায় জঙ্গিরা ব্যবহার করেছিল। উদ্ধার করা একে-২২ অস্ত্রটি সোভিয়েত রাশিয়ার তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি। বাংলাদেশে এর দাম প্রায় সাড়ে ছয় লাখ টাকা।’

(ঢাকাটাইমস/০১জুলাই/এসএস/জেবি)