পায়রায় ১৬ বাঙালি শ্রমিকের এক দিনের রিমান্ড

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ২০:৫১

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৬ বাঙালি শ্রমিকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৮ জুন সংঘাত পরবর্তী হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৬ বাঙালি গ্রেপ্তার হন।

সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও মালামাল লুট হওয়ার ঘটনায় চায়না মেশিনারিজ এন্ড টুলস্ কোম্পানির নিরাপত্তা পরিচালক ওয়াং লি ঝিং বাদী হয়ে ২০ জুন অজ্ঞাতনামা ছয়শত শ্রমিককে আসামি করে কলাপড়া থানায় মামলা করেন। কয়েকদিন পর এই মামলায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ১২ জনসহ ১৬ বাঙালি শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় বেশকিছু মালামাল। আসামিদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অধিকতর জিজ্ঞাবাদের জন্য পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :