তাড়াশে ইউএনও’র বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ২০:৫২

সিরাজগঞ্জের তাড়াশে সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে ধান ক্রয় করার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষকরা।

সোমবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলার আট ইউনিয়নের কৃষকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান মাইকিং করে কৃষকদের কাছ থেকে হাট-বাজারে ধান কেনার প্রতিশ্রুতি দেন। প্রকৃত কৃষকদের ধানের মান যাচাই করে কৃষিকার্ডের মাধ্যমে খাদ্য গুদামে ধান ক্রয়ের নিশ্চয়তাও দেন। পরবর্তীতে তাদের (কৃষকদের) ধান না কিনে মোটা অংকের অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের ধান ক্রয় করেছেন।’

তবে ইউএনও ইফ্ফাত জাহান বলেন, ‘নায্যমূল্যে ধান কেনার বিষয়ে পুরো উপজেলায় মাইকিং করে প্রকৃত কৃষকদের জানানো হয়। প্রতিটা হাট-বাজারে গিয়ে প্রকৃত কৃষকদের নিকট থেকে নায্যমূল্যে ধান কেনা হয়েছে। কিন্ত কিছু অসাধু লোকজন কৃষকদের ভুল বুঝিয়ে এমনটা করছেন।’

এ কর্মসূচিতে বক্তব্য দেন- তাড়াশ উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু, বারুহাস ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, তালম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেশীগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম, কৃষক ছাইফুল ইসলাম, আব্দুস সালাম, মোক্তার প্রমুখ।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :