ফরিদপুরে পিকুর দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ২১:০৩

ফরিদপুর পৌর সদরে হাজী শরীয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকুর দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাজারের সাধারণ ব্যবসায়ীদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সহ-সভাপতি এমএম মুশা।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত কমিটির সভাপতি হাবিবুর রহমান পিকুর বাজারে বিভিন্ন স্থানে নিজস্ব লোক বসিয়ে শালিস-দরবার, বিভিন্ন অপরাধের বিচারের কথা বলে এবং চাঁদাবাজির মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়াও বাজারের উত্তর পাশে হোটেল পট্টির আবাসিক হোটেলগুলোতে টাকার বিনিময়ে অসামাজিক কর্মকাণ্ড করতে সহযোগিতা করে ব্যবসার পরিবেশ নষ্ট করেছে। কাঁচা বাজারে সমিতির নামে টাকা তুলে তা আত্মসাৎ করে। বাজারে দোকান বরাদ্দ দেয়া হবে বলে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

সংবাদ সম্মেলনে হালিম হাওলাদার, হাফিজুর রহমান খান, সন্তোষ কুমার সিকদার, মনিরুজ্জামান, শাহিন মন্ডলসহ বাজারের প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাবিবুর রহমান পিকুর মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :