মঠবাড়িয়ায় আইসক্রিম কারখানাকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ২২:০৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় মদিনা আইসক্রিম কারখানার মালিক কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় এ জরিমানা করা হয়।

সোমবার সাপলেজা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেন।

রিপন বিশ্বাস জানান, নিম্নমানের উপকরণ, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য রঙ, স্যাকারিন ও ফ্লেভার দিয়ে দীর্ঘদিন আইসক্রিম তৈরি করে আসছিল মদিনা আইসক্রিম কারখানার মালিক কবির হোসেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব ক্ষতিকারক দ্রব্য ধ্বংস করে কারখানায় তালা লাগানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :