জাপানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির অভিষেক

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৯, ২২:২৭

জাপানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির প্রথম অভিষেক অনুষ্ঠান হয়েছে।

রবিবার টোকিওর তাকিনোগাওয়া বুনকা সেন্টারে এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

সাবেক রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান ছিলেন।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর লিপিকা চৌধুরী জুঁইকে সভাপতি, আবু সুফিয়ান জুয়েলকে সাধারণ সম্পাদক এবং শরিফ আহমেদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পর্ষদ ঘোষণা করেন উপস্থাপিকা তুহিন বিনতে মান্নান চৌধুরী ময়না।

এছাড়াও কার্যকরী পরিষদে চারজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়।

সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত বর্ণনা করে বক্তব্য দেন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ খান।

অতিথিদের স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জুয়েল ও সভাপতি লিপিকা চৌধুরী জুঁই।

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির পক্ষ থেকে তাদের কৃতিসন্তান রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে হয়।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :