মাদারীপুরে দুইজনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ১৫:২৭
ফাইল ছবি

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ১০টার দিকে শহরের ডিসি ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন শহরের ২নং শকুনী এলাকার তোতা মিয়া বেপারীর ছেলে মিরাজ বেপারী (৩২) ও কলেজ রোড এলাকার মৃত নুরু মুন্সীর ছেলে মঞ্জুর আলী (৩০)। গুরুতর অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ডিসি ব্রিজ এলাকার তুহিন ও তুষারের সঙ্গে মিরাজ বেপারীর বিরোধ দীর্ঘদিনের। তারই জেরে সোমবার রাতে মিরাজকে একা পেয়ে তুহিন ও তুষার লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। মঞ্জুর আলী বাধা দিতে আসলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর অবস্থায় মিরাজ ও মঞ্জুরকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

আহত মঞ্জুরের ছোট ভাই অন্তুর অভিযোগ, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। আমার ভাইয়ের পায়ে ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করেছে হামলাকারীরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই হামলার সঙ্গে জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যেই পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে।’

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহদুম জানান, ‘আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুরে পাঠানো হয়েছে। অস্ত্রের আঘাতে দুইজনের পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পায়ের হাড়ও ভেঙে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একজনের মাথায় আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে।’

ঢাকাটাইমস/২ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :