রথযাত্রা উপলক্ষে ২২ দেবালয়কে সিসিকের অনুদান

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ১৮:১০

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগর ভবনের সভাকক্ষে রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভায় এ অনুদান তুলে দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের অনন্য এক ঐতিহ্য। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে ও কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় সভায় তিনি আরো বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সভা শেষে তিনি উৎসবে অংশগ্রহণকারী ২২টি দেবালয়কে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৬০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত দেবালয়গুলো হচ্ছে, নগরীর লামাবাজারের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, আম্বরখানা শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির, কালিঘাট শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া, রাজবাড়ী শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, নয়াবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, যুগলটিলা ইসকন মন্দির, নরসিংটিলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, কালিঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা নীচপাড়া শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, লালদিঘীরপাড় মনিপুরী পাড়া মন্দির, সাগরদিঘীরপাড় শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, মাছিমপুর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, বড় বাজারের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সুবিদ বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, লামাবাজার ছায়ানীড় শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, দুিক্ষণ কাছ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, জিন্দাবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জ সেনপাড়ার শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম, লামাবাজার দেবালয় রথযাত্রা, ও পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া।

সভায় আরো বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, সিটি করপোরেশনের কাউন্সিলর বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিসিকের হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মুনসুফ, দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ প্রমুখ।

ঢাকাটাইমস/০২জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :