ব্রাহ্মণবাড়িয়ায় চার ক্যাবল অপারেটরকে জরিমানা ২ লাখ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ১৮:৪১

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলকে প্রথমে না রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় চারটি ক্যাবল অপারেটরকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ও আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ক্যাবল অপারেটরগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের এসএসবি ক্যাবল নেটওয়ার্ক ও রাধিকা তুহিন ক্যাবল নেটওয়ার্ক এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলার আশুগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক ও সোনারামপুর সাগর ক্যাবল নেটওয়ার্ক।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলায় ও মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে আশগঞ্জ উপজেলায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউসার, সহকারী জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া বিটিভি উপকেন্দ্রের ইনচার্জ সালমা সুলতানা ও বিটিভির বিজ্ঞাপন অধিকারী মো. বাবুল মিয়া।

ঢাকাটাইমস/০২জুলাই/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :