ভারতজুড়ে ‘স্পাইডার ম্যান’

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ০৯:০৪

তাজমহল থেকে গেটওয়ে অব ইন্ডিয়া। ভারতের ঐতিহাসিক সৌধের গায়ে মাকড়সা মানুষ! তবে স্ট্যান লি’র সুপারহিরোকে এখন জাল বুনতে হচ্ছে না। শিল্পীর তুলিতে সে হাজির সর্বত্র। আগামীকাল বৃহস্পতিবার ভারতে মুক্তি পাচ্ছে টম হল্যান্ডের ছবি ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। তার আগে দেশটি জুড়ে ‘স্পাইডার ম্যান’-এর গ্রাফিতি।

আর্ট কলেজের ছাত্রদের তুলিতে স্পাইডার ম্যানে ছেয়েছে ভারতের স্মারক সৌধ। মুম্বাই, বেঙ্গালুরতে আর্ট কলেজের ছাত্রদের তুলিতে পিটার পার্কার ঘুরছে ভারতবর্ষে। কোনও দেয়ালে আঁকা ছবিতে সে তাজমহলের উপরে। কোথাও আবার উঁকি দিচ্ছে গেটওয়ে অব ইন্ডিয়ার পাশ থেকে। কোনও এক দেয়ালে ডেলি বিউগল-এর সাংবাদিক চেষ্টা করছে ভরতনাট্যম শেখার।

ছবি মুক্তির আগে উন্মাদনা ক্ষেত্র প্রস্তুত। আশা করা হচ্ছে, আগের ছবিগুলির মতো স্পাইডার ম্যান-এর এই অভিযানও তুমুল জনপ্রিয় হবে ভারতে। সেই রেশ ধরে রাখতে একদিন আগেই শাহরুখ-সালমানদের দেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। ইংরেজি ছাড়াও এ ছবি দেখা যাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। বিশ্বের অন্যান্য দেশে ছবিটি মুক্তি পাবে ৫ জুলাই, শুক্রবার।

‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত তারকা টম হল্যান্ডকে মাকড়সা মানব হিসেবে প্রথম দেখা যায় সোলো মুভি ‘স্পাইডার ম্যান: হোম কামিং’-এ। এবার সেই তালিকায় যোগ হল ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। জন ওয়াটস পরিচালিত এ ছবির হলিডউ প্রিমিয়ার হয়ে গেছে। আমেরিকা জুড়ে থ্রিডি ও আইম্যাক্সে স্পাইডার ম্যান মুক্তি পেয়েছে গত মঙ্গলবার।

ঢাকাটাইমস/০৩ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :