জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনে এলো বাজাজ সিটি

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ১১:১৬

১১৫ সিসিতে এলো বাজাজের জনপ্রিয় কমিউটার সিটি। কাগজ কলমে বাইকটি ১১০ সিসির হলেও এতে রয়েছে ১১৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন।

দুইটি ভার্সনে বাইকটি পাওয়া যাচ্ছে। একটি কিক স্টার্ট ভাসনের। অন্যটি সেলফ স্টার্ট ভাসনের। ভারতে কিক স্টার্ট ভার্সনের দাম ৩৭ হাজার ৯৯৭ রুপি। অন্যদিকে সেলফ স্টার্ট ভার্সনের দাম ৪৪ হাজার ৩৫২ রুপি। বাংলাদেশের বাজারে বাইকটি কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সিটি সিরিজের নতুন মোটরসাইকেলে একাধিক নতুন ফিচার। এতে থাকছে নতুন ট্যাঙ্ক প্যাড, নতুন গ্রাফিক্স, ইঞ্জিনে কালো ফিনিশ, নতুন হ্যান্ডেলবার। নতুন ভার্সনে সামান্য বড় সিট ব্যবহার হয়েছে। বাইকটির টেলিস্কোপিক ফর্কে থাকছে রাবার কভার।

বাজাজ সিটি মোটরসাইকেলের সব থেকে বড় আপডেট হয়েছে ইঞ্জিনে। এতে যোগ হয়েছে প্লাটিনা ১১০ মডেলের ইঞ্জিন। এই ইঞ্জিন ১১৫ সিসির ইঞ্জিন। এতে ৮.৬ বিএইচপি শক্তি এবং ৯.৮১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে আছে ফোর স্পিড গিয়ার বক্স।

বাইকটিতে কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তবে এতে কোনো ডিস্ক ব্রেক নেই। আছে ড্রাম ব্রেক।

(ঢাকাটাইমস/৩জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :