কুড়িগ্রামে অনুদান পেলেন অসুস্থ ২০ মুক্তিযোদ্ধা

প্রকাশ | ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৭

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

বিভিন্ন রোগে আক্রান্ত ২০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা ব্যয় বাবদ দেড় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সুলতানা পারভীন আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াসমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, সাংবাদিক শাহাবুদ্দিন, হুমায়ুন কবির সূর্য্য, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক অনুদান কমিটি’ গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জনকে বাছাই করে তাদেরকে অর্থ সহায়তা হিসেবে নগদ চেক বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০৩জুলাই/জেবি)