মঠবাড়িয়ায় ব্লেডের আঘাতে কলেজছাত্রীকে জখম: যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ১৮:১৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম দুলালকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে কোর্ট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শহিদুল ইসলাম দুলাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে পৌর শহর থেকে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম দুলাল হেলমেট পড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। গোপন খবরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তাররকৃত শহিদুল ইসলাম দুলালকে বুধবার দুপুরেই পিরোজপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকালে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান স্বর্ণা (১৭) প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলেন। পথে গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম দুলাল তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে ছাত্রীর বাম হাতে পোচ দিয়ে জখম করেন।

এ ঘটনায় ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার বাদী হয়ে সোমবার রাতে শহিদুল ইসলাম দুলাল ও তার সহযোগী ইমরান বাবুকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/০৩জুলাই/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :