‘এরশাদের অবস্থার উন্নতি হচ্ছে, তবে আশঙ্কামুক্ত নন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:৩৪ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ১৮:২৬

জীবন সংকটে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ছোট ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এরশাদের ফুসফুস ও কিডনির কিছুটা উন্নতি হয়েছে। এই ধারা দুই তিন দিন অব্যাহত থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন।

গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় এরশাদকে। এরপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

জিএম কাদের বলেন, ‘চিকিৎসকরা আশা করছেন আগামী দুই তিন দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। ফুসফুসের ইনফেকশন ক্রমে কমে আসায় নিঃশ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। এখন তার অবস্থা সন্তোষজনক। তবে চিকিৎসকরা এখনো শঙ্কামুক্ত বলছেন না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার কিডনির সমস্যার কারণে প্রস্রাব বন্ধ ছিল, তা সকাল থেক ক্লিয়ার হয়েছে। লাং ইনফেকশন কমেছে। অর্থাৎ সার্বিক বিবেচনায় তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কা মুক্ত নন।’

কাদের বলেন, ‘চেয়ারম্যানকে দেখতে গিয়েছিলাম এবং তার হাত ধরেছিলাম, তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন এবং আমার সঙ্গে ভাব বিনিময় করেছেন।’

দেশবাসী কাছে দোয়া চেয়ে জিএম কাদের বলেন, ‘আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। দেশবাসীকে এরশাদ কেমন আছেন জানাতে চাই, এজন্য জাতীয় পার্টির প্রতিদিনের ব্রিফিংয়ের বাইরে অন্য কোনো সূত্র থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতে অনুরোধ জানাই।’

এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, আজম খান, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সম্পাদকমণ্ডলীর সদস্য শামছুল হক, শাহজাহান মনছুর, আহমেদ শফি রুবেল ও এম.এ. রাজ্জাক খান।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :