ঝিনাইদহে নকল সার কারখানা সিলগালা, মালিকের জেল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ১৯:৩৪

ঝিনাইদহ সদর উপজেলার ১৬ মাইল এলাকায় ভেজাল ও নকল সার তৈরির একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিক আসাদুল ইসলাম (৪৫) কে এক মাসের কারাদণ্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক জানান, ১৬ মাইল এলাকায় একটি সার তৈরির অবৈধ কারাখানা গড়ে উঠেছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৭.৪ টন ম্যাগনেশিয়াম সালফেট, ১০ টন এসিড, চার টন জিংক সালফেট ও কাঠের গুড়া জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে আদালত।

ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফকখারুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৩জুলাই/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :