আজ শুরু স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রকাশ | ০৪ জুলাই ২০১৯, ০৯:১৩

নিজস্ব প্রতিবেদক

নতুন সব ডিভাইস পরখ করে দেখা ও মূল্যছাড়-উপহারসহ কেনার সুযোগ দিতে আবার বসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে গ্রীষ্মকালীন এই মেলা। তিন দিনের মেলা চলবে শনিবার পর্যন্ত।

গত রবিবার সংবাদ সম্মেলন করে মেলার আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, ‘স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টফোনের গ্যাজেট নিয়ে মেলার এটি ১২তম আসর।’

তিনি আরও জানান, ‘বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়া মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই।’

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, ‘মেলায় নতুন বেশ কিছু অফার থাকছে। থাকবে হট সামার, কুল অফার। এছাড়া থাকবে আরও বিভিন্ন অফার।

মেলায় স্মার্টফোনের পাশাপাশি থাকছে অ্যাক্সেসরিজ। তরুণদের জন্য থাকছে স্মার্টওয়াচ। নতুন কিছু অফার মেলাতেই পাওয়া যাবে।

মেলার প্লাটিনাম স্পন্সর স্যামাংয়ের মোবাইলের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, ‘স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার ও ছাড়। এছাড়া থাকবে নতুন দুটি ট্যাব ও গেইমিং জোন।’

ঢাকাটাইমস/৪ জুলাই/এএইচ