তাহিরপুরে সেলাই মেশিন পেলেন ৪২ নারী

সুনামগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৯, ১৪:৫১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুঃস্থ ও হতদরিদ্র ৪২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে সেলাই মেশিনগুলো বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী সাইফুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক তানসেন তালুকদারসহ অনেকে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ও নারী জাতিকে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তার সেই প্রচেষ্টায় এই উদ্যোগ নেয়া হয়েছে। সেলাই মেশিনগুলো দিয়ে আপনারা নিজেদের কর্মমুখী করে তুলুন। বতর্মান সরকার নারীদের স্বাবলম্বী করতে খুবই আন্তরিক। এ জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে। তাহলে এ দেশ এগিয়ে যাবে অনেক দূর।’

ঢাকাটাইমস/৪ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :