রথযাত্রা শেষে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:৪২ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ১১:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবী বর্মণ (৫৭), তার মেয়ে গীতা রানী (৩০) ও বর্ষা (১৪)। বর্ষা দেবী বর্মণের আত্মীয় বলে জানা গেছে।

নিহতদের বাড়ি উপজেলার সোনাপুর ও বেহাকইর এলাকায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি (তদন্ত) আলী রেজা বলেন, নিহতরা রথাযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন। রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী রাসেল পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত সাতযাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বাসচালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে লরিটিও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/০৫জুলাই/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :