ঈদের আগেই চাঁপাই পর্যন্ত বিরতিহীন ট্রেন: রেলমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ১৫:১৮

আগামী ঈদুল আজাহার আগেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণ প্রকল্প ও রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের যেসব এলাকায় এখনো রেল চালু হয়নি সেসব এলাকায় অতিদ্রুত রেলপথ চালু কারার উদ্যোগ নেয়া হয়েছে।’

এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের জন্য বনলতা এক্সপ্রেসে ২৮৬টি আসন বরাদ্দের ঘোষণা দেন।

চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণের কাজ অতিদ্রুত শুরু হবে বলেও জানান মন্ত্রী। বলেন, এজন্য পার্শ্ববতী দেশ ভারতের সাথে আলোচনা সাপেক্ষে মালদা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

পরিদর্শন শেষে সোনামসজিদ স্থলবন্দরে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, সাধারাণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদসহ বিভিন্ন স্তরের নেত-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :