বাতিল হতে পারে সালমানের জামিন

বিনোদন ডেস্ক
| আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:০৫ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ১৬:০১

আবারও আইনি ঝামেলায় জড়িয়ে গেছেন বলিউডের সুলতান সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বৃহস্পতিবার এই মামলায় তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশ মেনে হাজিরা দিতে যাননি বজরঙ্গি ভাইজান।

সালমানের এমন বেপরোয়া ব্যবহারে বিরক্ত যোধপুরের জেলা ও দায়রা আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরের তারিখে অভিনেতা যদি হাজিরা দিতে না আসেন, তাহলে তার জামিন খারিজ হয়ে যেতে পারে।

১৯৯৮ সালে দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হত্যা মামলায় ২০১৮ সালের এপ্রিলে সালমানকে পাঁচ বছরের কারাদ-ের রায় দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন সালমান। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার।

বিচারপতি চন্দ্র কুমার সোনগারা জানান, পরবর্তী শুনানির তারিখ ২৭ সেপ্টেম্বর। সালমানের আইনজীবীকে সতর্ক করে দিয়ে এদিন তিনি বলেন, ‘পরবর্তী শুনানির দিন অভিনেতা উপস্থিত না থাকলে তার জামিন খারিজ করে দেয়া হবে।’

সালমানের আইনজীবী এইচ এম সারস্বত অবশ্য জানান, শুটিং ডেট পড়ে যাওয়ায় সালমান আদালতে উপস্থিত থাকতে পারেননি। পরবর্তী তারিখে সালমান আদালতের অবমাননা করবেন না বলেও জানান তার আইনজীবী।

ঢাকাটাইমস/৫ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :