বিনা পয়সায় নিয়োগ পেয়ে খুশি নবীন পুলিশ সদস্যরা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ১৮:৩৪

বিকালে ফলাফল ঘোষণা করা হবে- একথা জেনে আগে থেকেই একবুক আশা নিয়ে পুলিশ লাইন্স মিলনায়তনে দাঁড়িয়ে আছেন ফলপ্রার্থী নবীন ছেলে-মেয়েরা। সবার চোখে-মুখে বিনয়ী ভাব। মাঝে-মধ্যে একে অপরের দিকে তাকাচ্ছেন তারা। আরেক পাশে বসে আছেন তাদের অভিভাবকরা। চূড়ান্তভাবে কারা হচ্ছেন পুলিশের নবীন সদস্য সেই ফলাফল শোনার অপেক্ষায় সবাই। কিছুক্ষণের মধ্যেই শেষ হলো অপেক্ষার প্রহর।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ঘোষণা করেন চূড়ান্ত নির্বাচিতদের নামে তালিকা। এ সময় সবার মুখে হাসি ফুটে উঠে। আবার অনেকের চোখে ঝরেছে আনন্দাশ্রু। বাছাইপর্বে টিকে থাকা ৬২৪ জনের মধ্যে অবশেষে ২০ জন নড়াইল জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন। এর মধ্যে ছয়জন মেয়ে ও ১৪ জন ছেলে। ২০ জনের মধ্যে পুলিশ পোষ্য কোটায় এক, মুক্তিযোদ্ধা কোটায় তিন ও সাধারণভাবে ১৬ জন।

নির্বাচিত মধ্যে নড়াইল পৌরসভার বেতবাড়িয়ার সুপ্তিকণা বিশ্বাস, সদরের শিমুলিয়া গ্রামের ফাতেমা, মাইজপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাসিবুল ইসলাম হাসিব, লোহাগড়া উপজেলার ছত্রহাজারী গ্রামের আনিয়া খাতুন, মঙ্গলহাটার মাহফুজ শেখসহ অন্যরা জানান, কোনো প্রকার ঘুষ ও তদবির ছাড়াই তারা কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। ব্যাংক ড্রাফটের ১০০ ও আবেদন ফরমের তিন টাকা ছাড়া কোনো টাকা লাগেনি তাদের। এজন্য নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নবীন পুলিশ সদস্যরা। তারা বলেন, ‘ঘুষ, দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করতে চাই। জনগণের বন্ধু হতে চাই। এটাই আমাদের শপথ।’

ফলাফল ঘোষণার পর নির্বাচিত ২০ জন ও তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, যোগ্যতা ও মেধারভিত্তিতে কনস্টেবল পদে চাকরি হয়েছে। আইজিপি স্যারের দুজন প্রতিনিধিসহ আরো দুজন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :