যমুনাপাড়ে মানববন্ধন, ‘ত্রাণ চাই না বাঁধ চাই’

প্রকাশ | ০৫ জুলাই ২০১৯, ১৯:৫০

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ‘মানবতার মা শেখ হাসিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্লে-কার্ড ছিল মানববন্ধনকারীদের হাতে।

শুক্রবার দুপুরে উপজেলার কষ্টাপাড়া গ্রামে যমুনা নদীর ভাঙন এলাকার তিনটি গ্রামের মানুষ এ মানববন্ধন করেন।

এসময় কষ্টাপাড়া গ্রামের মজিদ সরকার বলেন, ‘গেল এক সপ্তাহ ধরে কষ্টাপাড়াসহ গোবিন্দাসী ইউনিয়নের তিন গ্রামে তীব্র ভাঙনে শতাধিক ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। গত আট বছর ধরে অনেক বাড়ি-ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে সংশ্লিষ্টরা কোনও প্রদক্ষেপ নেননি।’

গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মনি জানান, যমুনা নদীতে ভাঙন শুরু হলেও সেটি রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। অনেকে ভাঙনে ঘর-বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘যমুনা নদীতে ভাঙনরোধে প্রাথমিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। জিওব্যাগ সংকটের কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে।’

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)