ভিয়েনায় খোলা জায়গায় গ্রিল-বারবিকিউ পার্টি নিষিদ্ধ

অস্ট্রিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ২৩:২১

ভিয়েনা সিটি কাউন্সিল অফিস খোলা জায়গায় সব ধরনের আগুন জ্বালিয়ে গ্রিল অথবা বারবিকিউ নিষিদ্ধ করেছে। অস্ট্রিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বরাতে জানা গেছে, অতিরিক্ত শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দাবানল অথবা আগুন লাগার মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্যেই এই নির্দেশনা এসেছে। বিশেষ করে গ্রীষ্মের সময় প্রচুরসংখ্যক পর্যটক ভিয়েনা শহরে এসে থাকেন এবং তারা দানিউব নদীর তীরে বারবিকিউ অথবা গ্রিল পার্টির আয়োজন করে থাকেন। স্থানীয় অস্ট্রিয়ার জনগণ ছুটির দিনে পরিবারের সকলকে নিয়ে দানিউব নদীর তীরে বারবিকিউ পার্টি করে থাকেন। এসময় প্রচুরসংখ্যক কাঠ-কয়লা পোড়ানো হয়। বিশেষত দানিউব নদীর তীরে প্রচুরসংখ্যক গাছপালা রয়েছে যেটি থেকে যেকোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই হয়ত ভিয়েনা সিটি কাউন্সিল এই এই নিষেধাজ্ঞা জারি করেছে।

কেউ যদি নির্দেশনা অমান্য করে তাহলে তাকে বিপুল অংকের ইউরো জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :