চাঁদপুরে ব্রিজের জন্য দুর্ভোগে ২০ হাজার মানুষ

শওকত আলী, চাঁদপুর
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ০৮:১৩

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে ইব্রাহীমপুর ইউনিয়নের জনবহুল এলাকা চরফতেজংপুর বাজারে খালের উপর পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলছে। বর্তমানে ওই এলাকাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার লোক কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে। ব্রিজটি পাকা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের পাশে খালের উপর এই কাঠের ব্রিজ। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ এটি কাঠ দিয়ে নির্মাণ করেছে এবং প্রতি বছরই মেরামত করছে। কিন্তু স্থায়ীভাবে পাকা ব্রিজ নির্মাণ না করায় কাঠের ব্রিজটি কয়েক মাস পরেই নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন মাস্টার ও মো. শাহজাহান খান জানান, প্রতিদিন এ ইউনিয়নের শত-শত মানুষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ২০ হাজার লোক ব্রিজ দিয়ে যাতায়াত করে। ব্রিজটি পাকা নির্মাণ করা খুবই জরুরি। এই বিষয়ে আমরা স্থানীয় সংসদ সদস্যকেও জানিয়েছি। এটি নির্মাণ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি খালের উপর ২৬.০৬ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর এই ব্রিজ নির্মাণ কাজ করার কথা। কিন্তু কী কারণে কাজ শুরু হচ্ছে না তা স্থানীয়রা সঠিকভাবে বলতে পারেননি।

তবে কেউ কেউ বলছেন, যে ঠিকাদারকে ব্রিজ নির্মাণের কাজ দেয়া হয়েছে, তিনি কাজ পাওয়ার পর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে। তাই এটি পুনঃদরপত্রের মাধ্যমে করার কথা।

স্থানীয়দের দাবি, হাজার হাজার লোকের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্টরা দ্রুত ব্রিজটি নির্মাণ কাজ শুরু করবেন।

এ ব্যাপারে ব্রিজ নির্মাণকারী সংস্থা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ঠিকাদার মালামালের দাম বেশি বলে কাজে বিলম্ব করছেন। আমরা এ বিষয়ে ঠিকাদারকে জরুরিভাবে কাজ করতে চিঠি দিয়েছি।

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :