হৃদয় বলছে ইয়েস, শরীর বলছে নো: রোবেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৮:২৭ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ০৮:২৫

ফুটবলকে গুডবাই জানালেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার আর্জেন রোবেন। ৩৫ বছর বয়সে ক্যারিয়ারে ইতি টানলেন তিনি৷ জার্মানি জায়ান্ট বায়ার্ন মিউনিখে ১০ বছরের ক্যারিয়ার শেষ করে রোবেন বলেন, ‘কোনও সন্দেহ নেই ক্যারিয়ারে এটা আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত৷ আমার হৃদয় বলছে ইয়েস, কিন্তু শরীর বলছে নো৷’

৯৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি গোল করেছেন নেদারল্যান্ডসের এই কিংবদন্তি ফুটবলার৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১০ বিশ্বকাপ নেদারল্যান্ডসকে ফাইনালে তুললে বড় ভূমিকা নিয়েছিলেন রোবেন৷ পাশাপাশি ক্লাব ফুটবলেও দারুণ সফলে এই ডাচ ফুটবলার৷ জোসে মোরিনহোর কোচিংয়ে চেলসির হয়ে ২০০৫ ও ২০০৬ সালে প্রিমিয়ার লিগ খেতাব জিতেছেন রোবেন৷ রিয়েল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা৷

তবে চেলসি ও রিয়েল মাদ্রিদে খেলেলেও ব্রায়ার্ন ফুটবলার হিসেবেই রোবেনকে চেনে ফুটবলবিশ্ব৷ ৮ বার জিতেছেন বুন্দেশলিগা খেতাব৷ পাঁচবার জিতেছেন জার্মান কাপ৷ এছাড়া বায়ার্নের হয়েই ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোবেন৷ জার্মানির এই ক্লাবের হয়ে ৩০৯টি ম্যাচে ১৪৪টি গোল করেছেন ডাচ কিংবদন্তি৷

এক বিবৃতিতে রোবেন জানান, ‘খেলার প্রতি আমার প্যাশন এখনও যা রয়েছে, তাতে আমি আরও কিছুদিন খেলতে পারতাম৷ কিন্তু বাস্তবটা হল আমার কোনও আশা নেই৷ আমি ১৬ বছরের তরুণ নয়৷’

গত মৌসুমে বুন্দেসলিগায় চোট-আঘাতে জেরবার ছিলেন রোবেন৷ ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি৷ সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে নেদারল্যান্ডসকে জিতিয়ে সরে দাঁড়ান রোবেন৷

তিনি আরও বলেন, ‘দেশের হয়ে খেলার মতো ভালো জিনিস আর হয় না৷ শেষ পর্যন্ত ৯৬টি ম্যাচ খেলার পর গুডবাই জানিয়েছে৷ আমি ছ’টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম৷ গত বছর দলকে নেতৃত্বও দিই৷ সব মিলিয়ে এই স্মরণীয় সময়টাই আমার সম্পদ৷’

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :