রাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ০৮:৫৩ | আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০২:১৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কোপা আমেরিকার চলতি আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দল চিলি ও রানার্স আপ দল আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গত দুই আসরের ফাইনাল ম্যাচে চিলির কাছে হেরে রানার্স আপ হয় লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা ও চিলি এখন পর্যন্ত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৬০ ম্যাচে, চিলি জিতেছে ৮ ম্যাচে। বাকি ২২টি ম্যাচ ড্র হয়।

এবার প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পেরুর কাছে ৩-০ গোলে হারে চিলি। আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় রাত দুইটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-পেরু।

১২টি দল নিয়ে শুরু হয় কোপা আমেরিকার ৪৬তম আসর। দলের সেরা তারকা নেইমার না থাকলেও স্বাগতিক ব্রাজিল এবার শুরু থেকেই দুর্দান্ত খেলছে।  ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ পেরুকে গ্রুপ পর্বের ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তিতের দল।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)