চট্টগ্রামে ৩০ স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ১৫:৩৭

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন তিন কেজি ৪৮০ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের দাম এক কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা। শনিবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে সকাল ১০টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের পতেঙ্গা থানার শাহ-আমানত বিমান বন্দরের সামনে বিশেষ অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হলে ওই ব্যক্তি একটি কালোপলিথিনে মোড়ানো প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ওই মোড়ানো প্যাকেট থেকে ৩০টি স্বর্ণের বার (৩ কেজি ৪৮০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম এক কোটি ৪৬ হাজার ১৬ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা