বরিশালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ১৭:৩০

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু করাসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শনিবার সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ কর্মসুচি পালিত হয়।

এ সময় তারা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ছয় হাজার ইন্টার্ন ভাতা দেয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্র্ণ দাবি করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।

একই সাথে স্টাইপেন্ড দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :