মানিকগঞ্জে ধূমপায়ীর জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ২১:০৪

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন এই রায় দেন।

এছাড়া প্রয়োজনীয় কাগজাদি না থাকার দায়ে বিভিন্ন পরিবহনের মালিককে নয় হাজার টাকা জরিমানা করেছেন জেলা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জনবহুল এলাকায় ধূমপান করছিলেন এক ব্যক্তি। এ সময় ভ্রাম্যামাণ আদালত ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৪ ধারায় ওই ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করে।

এ দিকে জেলা বিআরটিএ কার্যালয় সূত্র জানায়, আজ দুপুরে পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন কার্যালয়ের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।

তিনি বলেন, গাড়ির ফিটনেস এবং প্রয়োজনীয় কাগজাদি না থাকার দায়ে মোটরযান আইনের ১৯৮৩-এর ১৫২ ও ১৫৫ ধারায় যানবাহনের তিনজন মালিককে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :