দৌলতপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ২১:০৯

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের কাঘাটি গ্রামের শিপন আলীর শিশু কন্যা সিনথিয়া (৩) ডোবার পানিতে পড়ে মারা গেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে কোন এক সময় বাড়ির পাশে খেলতে খেলতে ডোবায় পড়ে যায় শিশু সিনথিয়া। কিছুক্ষণ পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গেলে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে। এরপর সিনথিয়াকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)