সৈয়দ হকের সমাধি সংস্কার

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ২১:২৫

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

সাময়িকভাবে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের সমাধি সংস্কারের উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ নিয়ে লাইভ চলাকালে বিষয়টি জেলা প্রশাসক সুলতানা পারভীনের নজরে আসে। তাৎক্ষণিক তার নির্দেশে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনকে সমাধিস্থল পরিদর্শনের জন্য পাঠান।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে কবি সৈয়দ শামসুল হকের সমাধিস্থলে আসেন ইউএনও।

ইউএনও নিলুফার ইয়াসমিন জানান, জেলা প্রশাসকের নির্দেশে সাময়িকভাবে দুই বান টিন দিয়ে একটি দো-চালা ছাউনি তুলে সমাধিস্থলটি ঘিরে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার কবরটি ছাউনি ও বাঁশ দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কবি পরলোক গমন করলে তার জন্ম স্থান কুড়িগ্রামে তার ইচ্ছে অনুযায়ী সমাহিত করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)