স্ত্রীর অধিকার আদায়ে শিশুকে নিয়ে মায়ের অনশন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ২১:৫৮

স্ত্রীর অধিকার আদায় করতে ছয় বছরের শিশুকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন করছে রেবিনা নামে এক গৃহবধূ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে দুই দিন ধরে এ অনশন করছেন রেবিনা। রোদ-বৃষ্টি অপেক্ষা করে শুক্রবার সকাল থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি।

অভিযোগ উঠেছে, স্বামীর পরিবারের লোকজন শিশুটির সামনেই মাকে মারধর করছে।

উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের ইউনুছ আলীর মেয়ে রেবিনা বেগমের সঙ্গে ২০০৬ সালে একই উপজেলার রমনীগঞ্জ গ্রামের মৃত তরিব উদ্দিনের ছেলে এমদাদুল হকের বিয়ে হয়। তাদের সংসারে রাহুল (৬) নামে এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিবাদের কারণে মা ও বোনের চাপে সন্তানসহ স্ত্রীকে শশুরবাড়িতে পাঠান ইমদাদুল। এ ব্যাপারে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও স্ত্রীকে বাড়িতে জায়গা দেয়নি স্বামী। নিরুপায় হয়ে আদালতে মামলা করেন স্ত্রী রেবিনা বেগম। কিন্তু তাতেও কোন ফল হয়নি, বরং স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে এমদাদুল।

রেবিনা জানান, মামলা চলার সময়ে স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরেও আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। সন্তানসহ আমার অধিকার আদায়ে অনশন করছি। গ্রামবাসীর সামনেই আমাকে স্বামী, শাশুড়ি ও ননদ মারধর করেছে। অধিকার আদায়ে ব্যর্থ হলে আত্মহত্যা ছাড়া আমার কোন উপায় নেই বলেও জানান রেবিনা।

এমদাদুলের মা আলেকজান নেছা বলেন, আমরা কেউ তাকে মারধর করিনি। ওই বউ মামলা করেছে তাই তাকে ঘরে উঠাব না। ওই বউ নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছি। তবে এ ব্যাপারে স্বামী এমদাদুল কোন কথা বলতে রাজি হয়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মেয়ের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :