‘মা-বাবার মমতায় শিক্ষার্থীদের শিক্ষাদান করুন’

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ২২:০০

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনার স্কুলের শিক্ষার্থীদের মা-বাবার ন্যায় মমতায় শিক্ষাদান করুন। নিজের সন্তানকে যে মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতেন তাই তাদেরকে শিক্ষাদিন। মনে রাখবেন আপনারা যদি ক্লাসে ফাঁকি দেন তাহলে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কারিগরকে ধ্বংস করার জন্য ফাঁকি দিলেন।’

শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে নাজিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষাবান্ধব বলেই এ বছরের বাজেটে শিক্ষাখাতে বেশি বরাদ্দ রেখেছে। শিক্ষাকে আধুনিক ও যুগোপযুগী করতে হলে বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নাজিরপুরকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ শিক্ষিত মানুষের জনপদে পদে পরিণত করতে হবে।’

মন্ত্রী বলেন,‘সরকার আপনাদের কি দেয়নি? বেতন বাড়ানো হয়েছে, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে। এখন আপনাদের সরকারকে কিছু দিতে হবে। এখনো অনেক শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে স্কুল থেকে চলে যান। দায়সারা দায়িত্ব পালন করেন। অনেকে নানা অনিয়মের সাথে জড়িত। ছোট্ট এ উপজেলার সব ধরনের খবর আমার কাছে রয়েছে। কোন অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না। আগে যা করেছেন সবকিছু ভুলে যান।’

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, প্রাথমিক শিক্ষক সমিতির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্ঝন কান্তি সুতার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৪টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :