রেকর্ড গড়ার জন্য খেলি না: রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ১০:০৮

চলতি বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভাঙলেন কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের রেকর্ড।

একই বিশ্বকাপে চার সেঞ্চুরি করার রেকর্ড ছিল সাঙ্গাকারার। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই যা ছুঁয়ে ফেলেন ভারতীয় ওপেনার। শনিবার পঞ্চম সেঞ্চুরি করে নতুন রেকর্ডের মালিক রোহিত। বিশ্বকাপে মোট পাঁচটি সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিংয়ের। যেখানে রোহিতের দু’টি বিশ্বকাপ মিলিয়ে মোট ছ’টি সেঞ্চুরি হয়ে গেল। এখনও বাকি দু’টি ম্যাচ। সেখানে কী পরিকল্পনা ‘হিটম্যান’-এর?

শনিবার ম্যাচ শেষে রোহিত বলেন, ‘রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপ খেলতে আসিনি। আমার পরিকল্পনা একটাই। ভাল ব্যাট করে শেষ ম্যাচ পর্যন্ত ভারতকে জেতানো। পিচের মাঝে যতক্ষণ থাকি চেষ্টা করি, প্রত্যেকটি শট যেন ঠিক মতো টাইমিং করা যায়। আগের মতো তাড়াহুড়ো করা বন্ধ করে দিয়েছি। আগে প্রচুর ভুল করেছি। সেখান থেকেই শিক্ষা নিয়েছি। আর যা-ই হোক শুরুতে তাড়াহুড়ো করা চলবে না।’

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার পরে অনুভূতি কী রকম? রোহিতের উত্তর, ‘প্রত্যেক দিন সকালে উঠে ভাবি, আজ আমার প্রথম ম্যাচ। এত দিন কোনও সেঞ্চুরি করতে পারিনি, কোনও হাফসেঞ্চুরিও নেই। আজই সেই দিন। নিজের সেরাটা দেব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও সেটা মাথায় রেখেই নেমেছিলাম।’

শনিবার বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেন লাসিথ মালিঙ্গা। যিনি মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ। যদিও এ দিন ১০ ওভারে ৮১ রান দেন তিনি। তবু রোহিতের চোখে এখনও তিনি ভয়ঙ্কর বোলার। রোহিত বলে গেলেন, ‘যে রকমই বল করুক না কেন, মালিঙ্গা আমার কাছে চ্যাম্পিয়ন হিসেবেই জায়গা করে নেবে। সত্যি একজন ‘ম্যাচউইনার’। যখনই ওকে দায়িত্ব দিয়েছি, আমার জন্য ম্যাচ জিতিয়েছে।’

(ঢাকাটাইমস/৭ জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :