গেমারদের জন্য নতুন ফোন আনল ভিভো

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ১০:২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

গেমারদের জন্য নতুন স্মার্টফোন আনল ভিভো। মডেল ভিভো আইকিউ নিও। সম্প্রতি চীনে এই গেমিং স্মার্টফোন লঞ্চ হয়েছে। 

ফোনটিতে রয়েছে  কোয়ালকমের ২০১৮ সালের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৪৫। যা দ্রুত গতির নিশ্চয়তা দেবে। এতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। 

ভিভো আইকিউ নিও ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। গেমস খেলার জন্য ফোনটিকে একগুচ্ছ ফিচার রয়েছে। চীনের বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৯৮ ইয়েন। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

ডুয়েল সিমের ফোনটি অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে।  অপারেটিং সিস্টেমের উপরে আছে কোম্পানির নিজস্ব ফানটাচ ওএস ৯ লেয়ার।

এই ফোনে রয়েছে একটি ৬.৩৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে।

ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এতে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এজেড)