ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:১৯ | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ১২:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার সকাল পৌনে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উপস্থিত একজন জানান, তৃতীয় তলার শট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে দ্বিতীয় ও প্রথম তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হঠাৎ আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান ঢাকাটাইমসকে জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি দেশের সবচেয়ে সর্ববৃহৎ লাইব্রেরি হিসেবে পরিচিত। প্রতিদিন প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন।

(ঢাকাটাইমস/০৭জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :