নকল ড্রাগ লাইসেন্স, একজনের সাজা

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ১৮:০৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী মাইজদীর টোকিও ফুডে অভিযান চালিয়ে নকল ড্রাগ লাইসেন্সসহ বাহার উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেয়।

রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাইজদী সুপার মার্কেট সংলগ্ন টোকিও ফুডে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি ও আবেদনকারী নিজেদের মধ্যে লাইসেন্স দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে মৌখিক চুক্তি সম্পাদন করে। পরে ক্যামিস্ট ছাড়া ৩৫ হাজার টাকা ও ক্যামিস্ট সার্টিফিকেট থাকলে ৩০ হাজার টাকার চুক্তি করা হয়। কথা মতো ৩০ হাজার টাকার বিনিময়ে ড্রাগ লাইসেন্স প্রদান করে বাহার উদ্দিন। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)