তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে বেলজিয়াম আ.লীগের সংবর্ধনা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২১:০০

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদকে গণসংবর্ধনা দিয়েছে বেলজিয়াম আওয়ামী লীগ।

শনিবার ব্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় তথ্যমন্ত্রী বলেন, ‘চলতি মাসের মধ্যেই ভারতের সর্বত্র বাংলাদেশের টেলিভিশন দেখা যাবে।’

মন্ত্রী বলেন, ‘এটা ছিল বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি।’

বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বেলজিয়ামস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এমএ কাশেম, আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান, দাউদ খান সোহেল, জহির খান সোহেল, বিধান দেব, হুমায়ুন মাসুদ হিমু, রাসেল আহমেদ প্রমুখ।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে ও দলীয় নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

ইউরোপে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘সর্ব ইউরোপিয়ান আ’লীগের নতুন নেতৃত্বে ইউরোপে আওয়ামী লীগের নতুন গতি পেয়েছে। তিনি ইউরোপের নেতাকর্মীদের শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা দেশে এবং প্রবাসে তুলে ধরার আহবান জানান।’

ইউরোপের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এক-এগারোর সময় শেখ হাসিনার গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেন, ‘সেদিন ড. হাসানের দিকনির্দেশনায় ইউরোপে শেখ হাসিনার মুক্তি আন্দোলন শুরু হয়।’

শেষে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিশুদের নৃত্য এবং লন্ডন থেকে আগত শতাব্দি কর সংগীত পরিবেশন করে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :