আড়াইহাজারে টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২১:১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিংহদী মোতালিব ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফানুর হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়ি আতাদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফানুর উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আতাদী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তবে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের সভাপতি মোতালিব ভুইয়ার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

স্কুলের সভাপতি মোতালিব ভুইয়া জানান, স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে তিন মাস আগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি স্কুলের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাত করেছেন বলে তদন্ত কমিটি প্রকাশ করে। সে মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক আফানুর হক জানান, বিদ্যালয়ের সভাপতি ক্ষমতার অপব্যবহার করে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করেন। আমি এর বিরুদ্ধে গত ১৭ জুন নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ কোর্টে একটি মামলা করি।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :