ফরিদপুর শিশু পার্কে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে শতাধিক শিক্ষার্থী আটক

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ২১:২৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী আটক হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, শিশু পার্কের ম্যানেজার সৈয়দ সামির আজফারের সহযোগিতায় পার্কের ভেতরে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এই অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে চার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শিশু পার্কের ভেতরে অভিযান চালিয়ে শতাধিক যুবক-যুবতীকে আটক করে। এদের সবাইকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়।

পরে আটকদের অনেককেই মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয় আদালত। এছাড়াও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী  নির্বাহী হাকিম বায়জেদুর রহমান জানান, পার্কের ভেতরে অশ্লীল কার্যলাপের অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে শতাধিক যুবক-যুবতীকে আটক করা হয়।

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশ সুস্থ ও শান্ত রাখতে এ অভিযান চলবে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)