অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর

কুমিল্লা প্রতিনিধি
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২২:৪৭

কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার একযোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশনের এই কর্মসূচির আয়োজন করে।

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। একই দিন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম মডেল কলেজ, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীমুড়া কামিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল আমিন ইনস্টিটিউট, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তরদা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বরইগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, কর্মসূচি বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক শামীম আহমেদ, সদস্য রকিবুল হাসান শান্ত ও পারভেজ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :